বিশ্ব ক্রিকেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন এমন ক্রিকেটারদের মধ্যে সামনের সারিতে থাকবেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। নিন্দা কিংবা প্রশংসা- ক্রিকেট সম্পর্কিত বিষয় নিয়ে সব সময় মুখ খুলেন তিনি। আর ঘরের মাঠে সাকিব-মাহমুদুল্লাহ যে কীর্তি গড়লেন তা নিয়ে কথা বলবেন না, তা কী হয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর টুইট করে মাইকেল ভন লিখেছেন, আজকের মতো (সাকিব-মাহমুদুল্লাহ) এত ভালো ওয়ানডে পার্টনারশিপ জীবনে দেখেছি কিনা স্মরণ করতে পারছি না।
পরে আরও একটা টুইট করে ভন লেখেন, শুভ রাত্রি সকলকে... টাইগারদের জন্য ক্রিকেটের আরেকটি অসাধারণ দিন।
বিডি-প্রতিদিন/১০ জুন, ২০১৭/মাহবুব