শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয় পায় টাইগাররা। এই ম্যাচ জয়ে মূল অবদান রাখেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব জয়ের দ্বারপ্রান্তে এসে সাজঘরে ফিরে গেলেও রিয়াদ জয় নিয়েই মাঠ ছাড়েন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ভেরিফাইড ফেইসবুক পেজে বাংলাদেশী ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের বিজয় উদযাপনের উল্লাসিত ছবিটি কভার ফটো করেছে।
কল্পনাকেও হার মানিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। ৩৩ রানে ৪ উইকেট পড়ার পর পঞ্চম উইকেটে তারা গড়েন ২২৪ রানের ঐতিহাসিক এক জুটি গড়েন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। সেঞ্চুরি করেছেন দুই ব্যাটসম্যানই। সাকিব ১১৫ বলে করেছেন ১১৪ রান। একটি ছক্কার সঙ্গে ১১টি বাউন্ডারি। আর মাহমুদুল্লাহ ১০৭ বলে করেছেন অপরাজিত ১০২ রান। সাকিব সেঞ্চুরি পূরণ করেছেন ছক্কা হাঁকিয়ে, আর মাহমুদুল্লাহ বাউন্ডারি দিয়ে। জয়ের খুব কাছাকাছি এসে ১১৪ রানে আউট হন সাকিব। কিন্তু অবিচল থাকেন রিয়াদ। মোসাদ্দেকের জয়সূচক বাউন্ডারি মারার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি।
ব্যাটিংসহায়ক উইকেটে বোলাররা নিউজিল্যান্ডকে ২৬৫ রানে আউট করে দিয়ে মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন। বোলারদের নৈপুণ্যের শুরুতে ব্যাটিং ধস। তারপর ব্যাট হাতে সাকিব ও মাহমুদুল্লাহ সৃষ্টি করলেন ইতিহাস। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন তারা। শুধু তাই নয়, পঞ্চম উইকেট জুটিতে বিশ্ব ক্রিকেটেও সর্বোচ্চ রানের নতুন রেকর্ড এটি।
বিডি-প্রতিদিন/ ১০ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬