চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। হারলেই ছিটকে যাবে কিউইরা। হিসাব নিকাশের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে গোটা বাংলাদেশই এই ম্যাচের দিক তাকিয়ে আছে। কারণ ইংল্যান্ড এই ম্যাচে জিতলে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।
ম্যাচের টস ভাগ্য গেছে ইংল্যান্ডের পক্ষে। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫.৪ ওভারে বিনা উইকেটে ৩০ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
প্রকৃতির কৃপা পেলে বাংলাদেশ চলেও যেতে পারে সেমিফাইনালে। বৃষ্টির কারণে যদি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচটি পণ্ড হয়, তাহলে এক পয়েন্ট করে যোগ হবে দুই দলের ঘরে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের পয়েন্ট হবে সমান ৩। তখন দেখা হবে কোন দল বেশি ম্যাচ জিতেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে গতকালের জয়টাই তখন বাংলাদেশকে দিয়ে দেবে সেমিফাইনালের টিকেট।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, আদিল রশিদ, লিয়াম প্লাংকেট, মার্ক উড ও জ্যাক বল।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ময়জেস হেনরিকস, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৭/আরাফাত