রবিবার ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জীবন-মরণ লড়াইয়ে নামছে ভারত। জিতলেই তারা চলে যাবে সেমিফাইনালে। আর হারলেই শেষ হয়ে যাবে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের মিশন। এরকম একটি বড় ম্যাচের নামার আগে ফুরফুরে মেজাজেই রয়েছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্ত্রী স্বাক্ষী আর কন্যা জিভার সঙ্গে রেস্তোরাঁয় সময় কাটালেন তিনি। সাক্ষীই সেই ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে৷
পাকিস্তানকে ১২৪ রানে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে সাত উইকেটে হারতে হয়েছে কোহলিদের। ফলে শেষ চারের রাস্তাটা একটু কঠিন হয়ে গেছে ভারতের জন্য। তবে এসব ভুলে পরিবারের সঙ্গে সময় কাটিয়েই মাহি নিজেকে চাঙ্গা রাখছেন।
দিনকয়েক আগে সাক্ষীর ইনস্টাগ্রামে পাওয়া গিয়েছিল জিভার একটা ছবি। যে বিমানে করে তারা যাচ্ছিলেন সেখানেই জিভার জন্য রানির মতো আপ্যায়নের ব্যবস্থা করা হয়। কেক এবং পানীয় তো ছিলই। এরসঙ্গে একটি প্লেটে চকোলেট দিয়ে জিভার জন্য বিশেষ ওয়েলকাম মেসেজও লেখা হয়। আর জিভাও সেই বিশেষ ব্যবস্থা পেয়ে বেশ খুশি হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ১০ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫