রবিবার বাঁচা-মারার ম্যাচে ভারত নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ম্যাচটা ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিয়াদের বিরুদ্ধে পা ফসকে গেলেই ভারত ছিটকে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। যদিও হিসাব একটা থাকছে অবশ্য। সে সব অবশ্য পরের কথা।
ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে অধিনায়ক বিরাট কোহলিকে ২৫ এর বেশি রান করতে হবে। তাহলেই ভারত ম্যাচটা জিতবে। এই পর্যন্ত পড়ার পরে অনেকেই মনে করতে পারেন, এমন ভবিষ্যৎদ্রষ্টা কে আছেন, যিনি বল গড়ানোর আগেই বলে দিলেন, কোহলি পঁচিশের বেশি রান করলেই রবিবার ম্যাচটা জিতে যাবে ভারত।
কোনও ভবিষ্যৎদ্রষ্টা নন, পরিসংখ্যান বলছে পঁচিশের কম রান কোহলি করলে তা ভারতীয় দলের জন্য বিপর্যয় বয়ে আনে। গত তিন বছরের হিসেব বলছে, ৪৭টি ম্যাচের মধ্যে ২০টিতে কোহলি শূন্য থেকে ২৫ রানের মধ্যে করেছেন। আর সেই সব কটি ম্যাচেই ভারতকে হারতে হয়েছে।
বাকি ২৭টি ম্যাচে ভারত অধিনায়ক পঁচিশের বেশি রান করেছেন। আর সেই সবকটি ম্যাচেই শেষ হাসি তোলা ছিল ভারতের জন্য।
এই পরিসংখ্যানের নিরিখেই বলা যায়, রবিবার কোহলিকে ২৫ রানের বেশি করতে হবে। তাহলেই ভারত দক্ষিণ আফ্রিকাকে হারাতে সক্ষম হবে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে কোহলি ৮১ রানে অপরাজিত ছিলেন। ভারত খুব সহজেই ম্যাচটা জিতে নিয়েছিল।
দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলির ব্যাট ‘বোবা’ থেকে গিয়েছিল। শূন্য রানেই ফিরতে হয়েছিল ভারত অধিনায়ককে। ভারতও ম্যাচটা হেরে যায়।
ফলে কোহলির ব্যাটের উপরেই নির্ভর করে রয়েছে ভারতের বাঁচা-মরা। পঁচিশের কম রানে ভারত অধিনায়ক আউট হয়ে গেলেই ভারতের আশা শেষ। আর পঁচিশের বেশি রান করলেই ভারত পৌঁছে যাবে শেষ চারে। যদিও এ নেহাতই পরিসংখ্যানের কথা। ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা। পরিসংখ্যান দিয়ে তো আর ক্রিকেট হয় না।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৭/আরাফাত