আর্জেন্টিনার কাছে 'সুপার ক্লাসিকোয়' হেরে যাওয়ার পর দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল বস তিতে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার দুর্বল ফিনিশিংয়ের কারণে বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষ দলটি ১-০ গোলে হেরে যায় দ্বিতীয় র্যাংকধারীদের কাছে।
আর্জেন্টিনার পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেছেন সেভিয়া ডিফেন্ডার গাব্রিয়েল মার্সেডো। বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিল ইতোমধ্যে রাশিয়ার টিকিট নিশ্চিত করলেও পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে থাকার কারণে এখনো সরাসরি বিশ্বকাপে খেলার নিশ্চয়তা অর্জন করতে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হলে তাদের অন্তত পক্ষে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থেকে বাছাইপর্ব শেষ করতে হবে। পঞ্চম স্থানধারী দলকে বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য খেলতে হবে প্লে অফ ম্যাচ। বাছাইপর্বে আর্জেন্টিনার হাতে অবশ্য এখনো চারটি ম্যাচ বাকি রয়েছে।
তিতে বলেন, আর্জেন্টিনা সে ম্যাচে আধিপত্য বিস্তার করে রেখেছিল তা নয়। তবে পাওয়া সুযোগগুলো কাজে লাগানোর জন্য আমাদের আরো যত্নবান হওয়া উচিত ছিল। এখন দলটির বিচার বিশ্লেষণের অনেক কিছু আছে। তবে এই মুহুর্তে আমার যেটি করতে হবে সেটি হচ্ছে দলে কিছু পরিবর্তন আনা। তাহলে আমরা ম্যাচে আরো বেশি মনোযোগ দিয়ে দলগতভাবে খেলতে পারব।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৭/আরাফাত