চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে তাকিয়ে গোটা বিশ্ব ক্রিকেট। বাংলাদেশি সমর্থকরা কায়মোনা বাক্যে অজিদের হার দেখতে চাইছেন। অবশ্য ইংল্যান্ডও সে আশা জাগিয়ে রেখেছে। যদিও বৃষ্টির বাগড়ায় আপাতত খেলা বন্ধ রয়েছে।
তবে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪০ রানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে আজ আর বল মাঠে না গড়ালেও জয় পাবে ইংলিশরা।
আর খেলা হলে ৬ উইকেটে ৫৮ বলে ৩৮ রান দরকার মরগানদের। আর ম্যাচে জয় পেলেই বি গ্রুপ থেকে সেমিফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড।
বিডি প্রতিদিন/ ১০ জুন ২০১৭/ ই জাহান