দলীয় ৬ রানে ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেছেন। জেসন রয় ও অ্যালেক্স হ্যালস। দারুণ ফর্মে থাকা জো রুট ফিরে গেলেন দলীয় ৩৫ রানের মাথায়। ঠিক কার্ডিফের গতকালের ম্যাচটির মতোই খাদের কিনারে চলে যায় স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু সেখান থেকে ইংলিশদের টেনে তুললেন মরগান ও বেন স্টোকস। বেন স্টোকস করেছেন অপরাজিত ১০২ রান। অার মরগান সময়উপযোগী ৮৭রান।
তাদের অসাধারণ জুটিতে ভর করে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ জিতল মরগান বাহিনী। ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে অজিদের বিরুদ্ধে ৪০ রানের জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বেন স্টোকস।
আর এ জয়ের সুবাদে বি গ্রুপ থেকে সেমিফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড।
বিডি প্রতিদিন/ ১০ জুন ২০১৭/ ই জাহান