অসাধারণ ক্রিকেট! দ্যাট ইজ আনপ্রেডিকটেবল ক্রিকেট! সত্যিই গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট, উক্তিগুলো যে যথার্থ, চ্যাম্পিয়নস ট্রফির শেষ দুই ম্যাচ অন্তত তাই প্রমাণ করে। প্রতিমুহূর্তে খেলার পঠ পরিবর্তন হচ্ছে। কে জিতবে তা বলা কঠিন হয়ে দাঁড়ায়। বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ ও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দুটিতেই খাদের কিনার থেকে ওঠে জয় পেয়েছে দলগুলো।
আগের ম্যাচে মাহমুদউল্লাহ ও সাকিবের অসাধারণ সেঞ্চুরিতে জয় পেয়েছে বাংলাদেশ। তাদের জুটিতে এসেছিল জয়সূচক ২২৪ রানের বড় সংগ্রহ। আর এ ম্যাচে মরগান-স্টোকস দুজনেই সাকিব-রিয়াদকে অনুসরণ করে ম্যাচ জেতালেন। তাদের জুটি থেকে এসেছে ১৫৯ রান।
দুটি ম্যাচের এ দুটি ইনিংস যে কোনও দলের বা খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হতে পারে। খাদের কিনারা থেকে কিভাবে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়া যায় তার রসদ পেতে পারেন এই ম্যাচ পর্যবেক্ষণ করে।
আরেকটি বিষয় এই দুই ম্যাচেই কিন্তু দুজন ক্রিকেটার অপরাজিত থেকেছেন শেষ পর্যন্ত। জয় ও সেঞ্চুরি নিয়ে মাঠ থেকে ফিরেছেন। তাদের নাম তো ইতোমধ্যেই আপনারা জানেন। একজন টাইগারদে বড় আসরের তারকা মাহমুদউল্লাহ আর আরেকজন ইংল্যান্ডের সেরা অলরাউন্ডার বেন স্টোকস।
বিডি প্রতিদিন/ ১১ জুন ২০১৭/ ই জাহান