নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয় ও অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের হারানোর ফলে চ্যাম্পিয়নস ট্রফির সেমি ফাইনালে ওঠেছে মাশরাফিরা। তবে কিউইদের হারানোর পর ড্রেসিংরুমে নিজেদের আত্মবিশ্বাসকে চাঙ্গা করে নিল টিম বাংলাদেশ।
সমবেত কণ্ঠে গাইল ‘আমরা করবো জয়! আমরা করবো জয়! আমরা করবো জয়! একদিন…। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করবো জয়! একদিন…।’ বাংলাদেশি ক্রিকেটারদের মুখেও এই গান! ২২ গজের লড়াই সফল হওয়ার পরই মূল যোদ্ধাকে মধ্যমনি করে এই গানটি বাংলাদেশ ক্রিকেট দল ড্রেসিং রুমে নিয়মিতই পরিবেশন করে।
শুক্রবার কিউইদের হারিয়েও এর ব্যত্যয় ঘটেনি। যদিও ম্যাচের একদিন পর সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরই ফেসবুকে ভক্তদের জন্য ভিডিওটি ছড়িয়ে দেন ক্রিকেটাররা।
বিডি প্রতিদিন/ ১১ জুন ২০১৭/ ই জাহান