দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দলগঠন নিয়ে শুরু হয়েছে জল্পনা। শ্রীলঙ্কার কাছে হারের পরেই নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে বিরাট কোহলির দল। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে পরিবর্তন হবে। এমনই আশা করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।
চ্যাম্পিয়ন ট্রফির বল মাঠে গড়ানোর আগে অনেকেই ভেবেছিলেন বিরাট কোহলি প্রথম একাদশে জায়গা দেবেন না হার্দিক পাণ্ডে। কিন্তু টার পারফরম্যান্স এখনও পর্যন্ত মন্দ নয়। ভালই পারফর্ম করে চলেছেন তিনি। ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ নিয়ে চলছে রীতিমতো জল্পনা।
শোনা যাচ্ছে, রবিচন্দ্রন অশ্বিনকে খেলতে দেখা যাবে রবিবার। ইংল্যান্ডের আবহাওয়া সিম বোলারদের সহায়ক। তাই পেস বোলারদের পরিবর্তন করা হবে না বলেই মনে করা হচ্ছে। পাণ্ডে কার্যকরী হয়ে ধরা দিচ্ছেন। ফলে তিনিও থাকবেন প্রথম একাদশে। খুব সম্ভবত কেদার যাদবকে বসতে হবে। তাঁর জায়গাতেই খেলবেন অশ্বিন।
বিডি-প্রতিদিন/ ১১ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২