বেন স্টোকস এসময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। ইনজুরি থেকে ফিরে যেভাবে দলের জন্য নিয়মিত ব্যাটে-বলে জ্বলে ওঠছেন সত্যিই অসাধারণ। আর তার অসাধারণ নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ইংল্যান্ড। ফলে বি গ্রুপ থেকে সেমিফাইনালে তাদের সঙ্গী বাংলাদেশও। আর সেজন্যই আসছে স্যালুটের প্রসঙ্গ। তাই বেন স্টোকসকে আরেকবার 'স্যালুট' দেওয়া যেতেই পারে!
তবে এবারের স্যালুট কিন্তু মোটেও খোঁচা দেওয়া জন্য নয়। ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস যেমন স্টোকসকে বোল্ড করে মিলিটারি স্যালুট দিয়েছেন তেমনও নয়। গত বছর বাংলাদেশ সফরে সাকিব আল হাসান যেরকম স্যালুট দিয়েছিলেন সেটা হতে পারে। কারণ ম্যাচ শেষে স্যালুটের কারণ হিসেবে সাকিব বলেছিলেন, নিরাপত্তা ঝুঁকির অজুহাত না দেখিয়ে বাংলাদেশ সফরে আসায় তিনি স্টোকসকে এই স্যালুট দিয়ে ধন্যবাদ জানান। ঘটনা যাই হোক, আমরা সাকিবের কথাটাই ধরে নেব।
সেই সিরিজটিতে প্রায় প্রতি ম্যাচে বেন স্টোকস আর জস বাটালারের সঙ্গে ঠোকাঠুকি লেগে ছিল বাংলাদেশি ক্রিকেটারদের। এর মধ্যে বেন স্টোকস আর তামিমের ঝগড়ার ছবি তো সোশ্যাল সাইট গরম করেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে আসার পরও যেন পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছিল বেন স্টোকসের। তাই উদ্বোধনী ম্যাচে আবারও তামিমের সঙ্গে গায়ে পড়ে ঝগড়ায় লিপ্ত হয়েছিলেন তিনি। যদিও আম্পায়ারের হস্তক্ষেপে ঘটনা বেশিদূর গড়ায়নি।
বেন স্টোকস কি কেবল ঝগড়াই করেন? মনে হয় না। গত বছর চট্টগ্রাম টেস্টে একটুর জন্য জয় হাতছাড়া করে উইকেটে মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন হতাশ সাব্বির রহমান। তখন এই বেন স্টোকস এগিয়ে এসেছিলে তাকে সান্ত্বনা দিতে। টুইট করে প্রশংসা করেছিলেন বাংলাদেশের লড়াইয়ের। শনিবারও অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের উপকার করে দিয়েছেন। স্টোকসকে তাই আরকেটি 'ধন্যবাদ স্যালুট' দেওয়া যেতেই পারে।
বিডি প্রতিদিন/ ১১ জুন, ২০১৭/ ই জাহান