এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ এশিয়ার দলগুলোই এখন পর্যন্ত রাজত্ব করে চলছে। বি গ্রুপ থেকে সেমিফাইনাল খেলছে বাংলাদেশ। আর এ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ভারতের কাছ থেকে হেরে বিদায় নেওয়ায় এখন বাকি থাকলো শুধু দক্ষিণ এশিয়ার দেশগুলো।
এরই মধ্যে বাংলাদেশ ও ভারত সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি শুধু পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি এই দু'দল থেকে যে জিতবে সেই যাবে সেমিফাইনালে। তবে পাকিস্তান বা শ্রীলঙ্কা যেই জিতুক দু'দলই দক্ষিণ এশিয়ার দেশ। তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড সমীকরণগুলো এমনটাই বলছে।
সবমিলিয়ে সেমিফাইনালের চার দলের মধ্যে তিনটিই দক্ষিণ এশিয়ার। একমাত্র ইংল্যান্ড ইউরোপ থেকে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এবারের আসরের ফাইনালেও নিশ্চিতভাবেই একটি দক্ষিণ এশিয়ার দেশ খেলতে যাচ্ছে।
বিডি প্রতিদিন/ ১১ জুন, ২০১৭/ ই জাহান