চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার দেওয়া ২৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে পাকিস্তান। উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামানের বিধ্বংসী ব্যাটিং ও আজহার আলী ধীরে চলা কৌশলে পাওয়ার প্লে'র প্রথম দশ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৫ রান সংগ্রহ করেছে তারা।
এর আগে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সবক'টি উইকেট হারিয়ে ২৩৬ রানে সংগ্রহ করে লঙ্কানরা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান এসেছে নিরুশান ডিকভেলার ব্যাট থেকে।
পাকিস্তানের বোলিং তোপে ২৩৬ রান তুলতেই গুটিয়ে যায় ম্যাথুস বাহিনী। পাকিস্তানের হয়ে জুনায়েদ খান ও হাসান আলী ৩টি করে এবং মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফ ২টি করে উইকেট নেন।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু`দল মুখোমুখি হয় মোট ৩ বার। অবশ্য এখানে এগিয়ে পাকিস্তান। লঙ্কানদের একটি জয়ের বিপরীতে তারা জিতেছে দু`টি ম্যাচে। তবে কার্ডিফের সোফিয়া গার্ডেনে আগে কখনোই মুখোমুখি হয়নি এই দুই এশিয়ান ক্রিকেট পরাশক্তি।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ বার সেমিফাইনালে খেললেও শিরোপা এখনো ছোঁয়া হয়নি পাকিস্তানের। তবে ২০০২ সালে এই ট্রফিটি জয়ের সুখস্মৃতি আছে লঙ্কানদের।
শ্রীলঙ্কা একাদশ:
নিরোশান ডিকভেলা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), আসেলা গুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।
পাকিস্তান একাদশ:
আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, হাসান আলি, জুনাইদ খান।
বিডিপ্রতিদিন/১২ জুন,২০১৭/ ই জাহান