৩৬/৪! এই হল আন প্রেডিক্টেবল পাকিস্তান! কখন যে কি হয় কিছুই বলা যায় না। এই যেমন আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ১১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭৪ রান তুলে নিলেন ফখর জামান ও আজহার আলী। দলীয় ৭৬ রানে অর্ধশতকেরও দেখা পেলেন ফখর কিন্তু ৫০ রানেই থেমে গেল তার ইনিংস।
তার পর ৭৬-১১০ রানে পৌঁছাতে চলে গেল ৪ উইকেট অর্থাৎ ৩৬ রানের ব্যবধানে সাজঘরে ফিরেছেন ফখর জামান, মোহাম্মদ হাফিজ, আজহার আলী ও বাবর আজম।
হাফিজ মারলেন ডাক, বাবর ১০ রান আর আজহার আলী ৫০ বলে ৩৪ রান। পাকিস্তানের ভক্তদের রীতিমতো হতাশায় ফেলে দিল হাফিজরা।
এবার দেখার পালা ধসেপড়া ভগ্ন স্তূপ থেকে পাকিস্তানকে কতটুকু টেনে তুলতে পারেন মালিক-সরফরাজ। তা না হলে পাকিস্তানের প্লেনের টিকিট ধরতে হতে পারে তাদের। আর শ্রীলঙ্কা পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট।
বিডি প্রতিদিন/ ১২ জুন, ২০১৭/ ই জাহান