আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গেছে কুমার সাঙ্গাকারা, শন পোলক কিংবা রিকি পন্টিংয়ের মতো ক্রিকেট কিংবদন্তিদের। আর সেই ধারাভাষ্য দিতে গিয়েই মজার ছলে সাঙ্গাকারাকে ১৪ বছরের আগের এক স্লেজিংয়ের জবাব দিলেন পোলক।
আইসিসি ২০০৩ ক্রিকেট বিশ্বকাপে ঘরের মাঠ ডারবানে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিলো দক্ষিণ আফ্রিকা। ২৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৯ রানেই পাঁচ উইকেট হারায় প্রোটিয়ারা। বোয়েটা ডিপ্পেনার আউট হলে মাঠে নামেন অধিনায়ক পোলক। আর ঠিক তখনই পোলককে স্লেজিং করেন লঙ্কান উইকেটরক্ষক সাঙ্গাকারা বলেন, 'এখানে অধিনায়কের উপর অনেক চাপ। এখন ব্যর্থ হলে পুরো দেশকে সে ডুবিয়ে ছাড়বে। তার উপর অনেক প্রত্যাশা বন্ধুরা, প্রত্যাশার চাপ। ৪২ মিলিয়ন সমর্থক এখন নির্ভর করেছে শনের ওপর।'
ডাকওয়ার্থ লুইস মেথড বুঝতে ভুল করে সেবার বিশ্বকাপ থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ৩৭ বলে ২৫ রান করেছিলেন সাবেক প্রোটিয়া পেসার শন পোলক। অবশেষে দীর্ঘ ১৪ বছর পর সাঙ্গাকারাকে মাইক্রোফোন হাতে সেই স্লেজিংয়ের জবাব দিয়েছেন তিনি।
দ্য ওভালে গত বৃহস্পতিবার শ্রীলঙ্কা-ভারত ম্যাচে ধারাভাষ্যকারকক্ষে ছিলেন পোলক ও সাঙ্গাকারা। ভারতের দেওয়া ৩২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা তখন জয়ের পথে। সাঙ্গাকারাকে পাশে পেয়ে ৪৩ বছর বয়সী পোলক বলে ওঠেন, 'স্লো ওভার রেটের জন্য থারাঙ্গা নিষিদ্ধ, ম্যাথুসও নিষিদ্ধ হতে যাচ্ছে। পেরেরা আহত হয়ে মাঠের বাইরে... এখন কুমার সাঙ্গাকারাকে প্রশ্ন করতে পারি; আপনার দেশের সব প্রত্যাশা আপনার কাঁধে। ২১ মিলিয়ন মানুষ আপনার ওপর নির্ভর করছে। আপনি কি আবার ফিরে আসবেন এবং পাকিস্তানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবেন? আপনার কাঁধে সমস্ত দেশের প্রত্যাশা।'
এতো বছর পর পোলকের কাছে এমন কথা শুনে হেসেই ফেললেন লঙ্কান কিংবদন্তি। ২০০৩ বিশ্বকাপের কথা মনে করিয়ে দেওয়ার জন্য পোলককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'আমার ওপর কোনো চাপ নেই। ধারাভাষ্যকক্ষে কোনো চাপ থাকে না, ঠিক যেভাবে আমি থাকতে চাই।' এবার পোলক বললেন, 'প্রত্যাশার চাপ কাঁধে না নেওয়ায় সাঙ্গাকারার ওপর হতাশ ২১ মিলিয়ন মানুষ।'
সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া
বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৭/ওয়াসিফ