পুরুষদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকার, এটা সবাই জানেন। তবে একই ফরম্যাটে নারী ক্রিকেটের সর্বাধিক রানের মালিকের কথা জিজ্ঞেস করলেই সবাই উইকি খোঁজায় ব্যস্ত হয়ে যাবেন। নারীদের ওয়ানডে ক্রিকেটেও এবার ভারতের দখলেই আসছে এই রেকর্ড। নারী বিশ্বকাপে আজ শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩ রান করলেই শার্লট এডওয়ার্ডসকে টপকে যাবেন ভারত অধিনায়ক মিতালি। আর ৪১ রান করলেই প্রথম নারী ক্রিকেটার হিসেবে ছয় হাজার রানের ল্যান্ডমার্ক স্পর্শ করবেন তিনি।
১৯১ ম্যাচে ৫৯৯২ রান করে এই মুহূর্তে নারীদের ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান প্রাপক ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এডওয়ার্ডস। ব্রিটিশ ব্যাটসম্যানের থেকে ১০ ম্যাচ কম খেলে মিতালির ব্যাট থেকে এসেছে ৫৯৫৯ রান।
প্রোটিয়াদের বিরুদ্ধেই উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট পেয়েছেন বাংলার ঝুলন গোস্বামী। এবার দক্ষিণ আফ্রিকা ম্যাচেই মাইলস্টোন গড়ার পথে ফের কোনো এক ভারতীয়।
চলতি বিশ্বকাপে টানা চার ম্যাচে জয় পেয়ে লিগ তালিকায় দু’নম্বরে আছে মিতালি অ্যান্ড কোং৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেলেই শেষ চারে জায়গা করে নেবে ভারত। চার ম্যাচে দু’টিতে জিতে প্রোটিয়ারা পাঁচ নম্বরে রয়েছে।
বিডি প্রতিদিন/০৮ জুলাই ২০১৭/এনায়েত করিম