ইংলিশ কাউন্টি ক্রিকেটের টি-টোয়েন্টি সংস্করণে এসেক্স ঈগলসের হয়ে খেলতে ইংল্যান্ডে গেছেন উদ্দেশে তামিম ইকবাল। শুক্রবার সকালে তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ৬ বছর আগেও একবার ইংলিশ কাউন্টিতে অংশ নিয়েছিলেন তিনি। তখন নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছিলেন টাইগার এই ড্যাশিং ওপেনার।
কিছু আগে চ্যাম্পিয়ন্স ট্রফির কল্যাণে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হওয়ার কথা নয় তামিমের। তার ওপর আবার টাইগার এই ড্যাশিং ওপেনারের রয়েছে পূর্ব অভিজ্ঞতা। দেশ ছাড়ার আগে দেশসেরা এই ওপেনার বলেন, “আমি এর আগেও কাউন্টি ক্রিকেট খেলেছি এবং কাউন্টি ক্রিকেট খেলা যে কোন ক্রিকেটারই স্বপ্ন। আমার বিশ্বাস এসেক্সের হয়ে খেলা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা হবে এবং সেটি আমার ব্যাটিংয়েও কাজে দিবে।”
বিডি-প্রতিদিন/০৮ জুলাই, ২০১৭/মাহবুব