গুরুত্বপূর্ণ সময়ে ফের জ্বলে উঠল ভারতে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট। বিরাটের চওড়া ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টানা তৃতীয় সিরিজ জয় করল ভারত। সাবাইনা পার্কে ৮ উইকেটে জিতে যেন অনেক কিছুর জবাব দিল কোহলির ভারত।
চতুর্থ ম্যাচে ১৯০ তাড়া করতে গিয়ে ভারতের হারের জন্য অনেকেই দায়ী করেছিলেন মহেন্দ্র সিং ধোনির মন্থর ইনিংসকে। ৫৪ রান করতে ১১৪টা বল খরচ করে ফেলেন ধোনি। তবে সিরিজ জিতে ধোনির পাশেই দাঁড়াচ্ছেন কোহলি। তার মতে, এরকম একটা দিন যে কোনও ব্যাটসম্যানের আসতে পারে। একটা ইনিংস দেখে কাউকে বিচার করাটা মুর্খামি।
বৃহস্পতিবার অবশ্য ধোনিকে ব্যাটে নামতে হয়নি। কোহলি-কার্তিকের ১২২ রানের পার্টনারশিপ ভারতকে ১৩ ওভার আগেই ম্যাচ জিতিয়ে দেয়। একদিনের সিরিজ শেষ। রবিবার কিংস্টনে একমাত্র টি২০ ম্যাচে মুখোমুখি হবে এই দু’দল।
বিডি-প্রতিদিন/ ৮ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২