চলমান লর্ডস টেস্টের প্রথম দিন স্বাগতিক ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে গালি দিয়ে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। স্টোকসকে আউটের পর উল্লাস করার পাশাপাশি বাজে ভাষা ব্যবহার করেন এই পেসার। সেটি স্ট্যাম্পের পাশে থাকা মাইক্রোফোনে ধরা পড়ে। তাই রাবাদার বিরুদ্ধে শাস্তি নির্ধারণ করে ক্রিকেটের প্রধান সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘লর্ডস টেস্টের প্রথম দিনে আচরণবিধি লঙ্ঘন করেছেন রাবাদা। স্টোকসকে আউট করার পর গালিগালাজ করেন তিনি। স্টোকসকে যে গালি দিয়েছেন, সেটি স্ট্যাম্পের পাশে থাকা মাইক্রোফোনের মাধ্যমেই শোনা গেছে। যা অত্যন্ত আপত্তিকর। রাবাদা তার আচরণের মাধ্যমে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেছে। ২৪ মাসের মধ্যে রাবাদার নামের পাশে চতুর্থ ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। পাশাপাশি তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানাও করা হয়েছে।’
গেল ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন রাবাদা। লর্ডস টেস্ট থেকে আরও একটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় মোট চার পয়েন্ট হওয়ায় আইসিসির নিয়নুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হলেন রাবাদা। আইসিসির নিয়মানুযায়ী কোনো খেলোয়াড়ের নামের পাশে চারটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে সে এক ম্যাচ নিষিদ্ধ হয়।
দ্বিতীয় টেস্টে রাবাদার না থাকা দক্ষিণ আফ্রিকার জন্য বড় ধরনের ধাক্কাই বটে। কারণ প্রোটিয়া পেস বিভাগের অন্যতম ভরসার নাম রাবাদা। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৭ টেস্ট ক্যারিয়ারে ইতোমধ্যে ৭১টি, ৪০টি ওয়ানডেতে ৬৫টি ও ১৬টি টি-২০ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন ২২ বছর বয়সী রাবাদা।
বিডি প্রতিদিন/০৮ জুলাই ২০১৭/এনায়েত করিম