বাবার পদাঙ্ক অনুসরন করে ফুটবলের দুনিয়ায় পা রাখলেন রোনালদো নাজারিও দি লিমা। ইনি হলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান তারকা রোনালদোর বড় ছেলে। তাই গোটা ব্রাজিল জুড়েই এখন প্রশ্ন, তাহলে কি নতুন রোনালদোকে পেতে চলেছে ফুটবল।
এই প্রশ্নের উত্তর অবশ্য সময় বলবে। তবে ব্রাজিলের অনুর্ধ্ব ১৮ দলে জায়গা করে নিয়েছেন ১৭ বছর বয়সী রোনাল্ড নাজারিও দি লিমা। পুত্রের এমন অর্জনে অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তি বাবা।
১৯৯৯ জন্ম হয়েছিল রোনালদো ও মিলানের একমাত্র সন্তান রোনাল্ড। পরে মিলানের সঙ্গে ফেনোমেনোর ছাড়াছাড়ি হয়ে গেলেও ছেলেকে নিজেই বড় করেন তিনি। বাবার মতো মা মিলানও ছিলেন ফুটবলার। ব্রাজিলের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তাই বাবা-মার ফুটবলের পদাঙ্ক ছেলে অনুসরন করবে সেটাই স্বভাবিক।
বিডি-প্রতিদিন/ ৮ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১