সুইজারল্যান্ডের ফুটবলপ্রেমীরা সাক্ষী থাকলেন এক বিরল দৃশ্যের। কারণ মাঠ মাতালেন রোনালদো ও ডিয়াগো ম্যারাডোনা। বিশ্বের সর্বকালের সেরা দুই তারকার সঙ্গে মাঠে ছিলেন আরেক কিংবদন্তি পাওলো মালদিনি ও বিশ্বের এক নম্বর গোলকিপার জিয়ানলুইগি বুঁফন। এই ম্যাচের আয়োজন করেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
কিছুদিন আগেই সেন্ট পিটার্সবার্গে কনফেডারেশন কাপের ফাইনালে একসঙ্গে দেখা গিয়েছিল ল্যাটিন ফুটবলের দুই বরপুত্রকে। প্রথম দেখাতেই ভাব জমে যায় তাদের। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়৷ এই ‘রো-মা’ জুটিকেই কাজে লাগিয়ে ফুটবলকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নেন ইনফান্তিনো। সেই উদ্দেশ্যেই জুরিখে এক ম্যাচের আয়োজন করেন তিনি। হাজির ছিলেন ব্যালন ডি’ওর জয়ী সাবেক ডাচ তারকা মার্কো ভ্যান বাস্তেন, সাবেক ইতালিয়ান তারকা জেনারো গাত্তুসো এবং প্রাক্তন এসি মিলান তারকা ক্ল্যারেন্স সিডর্ফও।
বিডি-প্রতিদিন/ ৮ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮