বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর মাঠে গড়াতে আরও বাকি মাস চারেক। তবে এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কয়দিন আগেই খুলনা টাইটানস লঙ্কান মাহেলা জয়বর্ধানেকে তাদের কোচ ঘোষণা করেছে। এবার কোচের নাম ঘোষণা করল রংপুর রাইডার্সও।
দলটির নতুন কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান টম মুডিকে নিয়োগের পাশাপাশি চার বিদেশি ক্রিকেটারকে ভিড়িয়েছে দলটি। লংকান অলরাউন্ডার থিসারা পেরেরা, ইংলিশ অলরাউন্ডার রবি বোপারার সঙ্গে দুই ক্যারিবিয়ান ক্রিকেটার জনসন চার্লস ও লেগ-স্পিনার স্যামুয়েল বদ্রিকে দলে টেনেছে রংপুর। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক।
গত আসরে রংপুরের কোচ ছিলেন জাভেদ ওমর বেলিম। তার স্থলাভিষিক্ত হয়েছেন টম মুডি। আগামী তিন বছরের জন্য দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক এ অস্ট্রেলিয়ান।
বিডিপ্রতিদিন/ ৯ জুলাই, ২০১৭/ ই-জাহান