পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচে হাম্বানটোটায় স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪ উইকেটের জয়ের রেশ কাটতে না কাটতেই আইসিসির কাছ থেকে জরিমানার খবর পেল জিম্বাবুয়ে।
চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে বল করার সময় নির্ধারিত সময়ে ইনিংস শেষ করতে ব্যর্থ হয় জিম্বাবুয়ে। নির্ধাতির সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে থাকায় 'স্লো ওভার রেটিংয়ের' জন্য সাজা পেতে হচ্ছে পুরো জিম্বাবুয়ে দলকে।
ম্যাচ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে 'স্লো ওভার রেটিংয়ের' অভিযোগ এনে জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে ম্যাচ ফির ২০ শতাংশ ও দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা নির্ধারণ করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।
সাজা শুনানোর পর প্রাথমিকভাবে ক্রেমার তা স্বীকার করে নিলে আনুষ্ঠানিকভাবে আর কোন শুনানির প্রয়োজন হয়নি।
প্রসঙ্গত, আগামী ১২ মাসের মধ্যে ফের ‘স্লো ওভার রেটিং’ করলে নিয়মানুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক ক্রেমার।
শনিবারের ম্যাচে জিম্বাবুয়ের জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে এখন ২-২ ব্যবধানে সমতায় আছে। দুই দলের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচটি আগামী সোমবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/০৯ জুলাই ২০১৭/আরাফাত