পাকিস্তান থেকে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে লন্ডনে উড়ে এসেছিলেন, তখনও ক্রিকেটপ্রেমীদের কাছে সেভাবে পরিচিত ছিলেন না তিনি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে রাতারাতি তারকা ক্রিকেটার হয়ে উঠেছিলেন ফখর জামান। এবার তিনি ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং যাসপ্রীত বুমরাহর বিরুদ্ধে স্লেজিংয়ের অভিযোগ তুললেন।
সম্প্রতি এক সাক্ষাতকারে ফাখার জানান, "টুর্নামেন্টের ফাইনালের দিন ব্যাটিংয়ের সময় বিরাট ও যাসপ্রীত লাগাতার কিছু না কিছু বলে চলেছিলেন। তখন আমি আর আজহার আলি ক্রিজে ব্যাটিং করছি। বিরাট আমাকে বলেন, আরে একটা উইকেট তুলে নিতে পারলেই, পরপর উইকেট পড়তে শুরু করবে। এই উইকেটটা তুলতে হবে।"
ফাখারের ব্যক্তিগত রান তখন ৩। বুমরাহর বলে আউট হয়ে যান তিনি। ভারতীয়দের উদযাপনও শুরু হয়ে যায়। কিন্তু সেই আনন্দে পানি ঢেলে দেন আম্পায়ার। জানিয়ে দেন, বুমরাহর বলটি 'নো বল' ছিল। লাইফলাইন পেয়ে যান ফখর। আবার নতুন উদ্যমে তাকে সাঝঘরে ফেরানোর প্রয়াস শুরু করেন ভারতীয় বোলাররা। কিন্তু সুইং বা স্পিন, কিছুই ফখরের দাপুটে ব্যাটিং রুখতে পারেনি সেদিন। আর তখনই মেজাজ হারিয়ে ফখরের উদ্দেশে যাসপ্রীত বলেন, “একটু সামনে এসে খেলেও রান করো, আর কতক্ষণ এভাবে খেলবে!”
সেই ম্যাচে ১০৬ বলে ১১৪ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে পাকিস্তানের জয়ের অন্যতম কাণ্ডারি হয়ে উঠেছিলেন আনকোড়া ওই ক্রিকেটার। তবে বিরাট, যাসপ্রীতদের দোষারোপ করতে নারাজ তিনি। গোটা বিষয়টিকে খেলোয়াড়োচিতভাবেই নিয়েছেন। তিনি বলেন, “ওরা কোনও খারাপ ভাষা ব্যবহার করেননি। স্লেজিংয়ের সীমাও ছাড়াননি। খেলার সময় এসব হয়েই থাকে। এমন কঠিন পরিস্থিতিতে প্রতিটি দলই চায় বিপক্ষকে চাপে ফেলে দিতে। সেটাই স্বাভাবিক।”
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১