চলতি মাসেই মুক্তি পেতে চলেছে বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খানের নতুন ছবি 'সিক্রেট সুপারস্টার'। ছবিতে আমির খানের চরিত্রের নাম শক্তি কুমার। চরিত্রটিকে প্রাণ দিতে বেশ কসরত করতে হয়েছে আমির খানের মতো শক্তিশালী অভিনেতাকেও।
আমিরের মতে, শক্তি কুমার চরিত্রটি তার অভিনীত সমস্ত চরিত্রের মধ্যে বেশ কঠিন। সিক্রেট সুপারস্টার ছবিতে কীভাবে তৈরি হল শক্তি কুমার চরিত্রটি তারই একটি ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে। দেখুন ভিডিওটি-
প্রসঙ্গত, 'সিক্রেট সুপারস্টার' ছবিটি ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে। ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন দঙ্গল গার্ল জায়রা ওয়াসিমও।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ তাফসীর