আবুধাবি টেস্টে পাকিস্তানকে নাকানি-চুবানি খাইয়ে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। রঙ্গনার হেরাথের ঘূর্ণিতেই পাকিস্তানের ব্যাটিং স্তম্ভে ধস নেমেছে। একাই ১১ উইকেট তুলে নিয়েছেন রঙ্গনা হেরাথ।
আর ১১ উইকেট শিকারের সুবাধে টেস্ট ক্রিকেটে রঙ্গনা হেরাথের উইকেট সংখ্যা দাঁড়ালো ৪০০। ৮৩ টেস্ট ম্যাচে এই রেকর্ড গড়েছেন হেরাথ।
এর আগে ৪০০ উইকেট শিকারের রেকর্ড আছে মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া),অনিল কুম্বলে (ভারত),গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া), কোর্টনি ওয়ালশ (ও. ইন্ডিজ), কপিল দেব (ভারত), রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড), শন পোলক (দ. আফ্রিকা)
হরভজন সিং (ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), কার্টলি অ্যামব্রোস (ও. ইন্ডিজ) ও ডেল স্টেইন (দ. আফ্রিকা)।
অপরদিকে ৪০ বছর বয়সে এ রেকর্ড গড়ে নিজেকে গ্রেটদের তালিকায় নিয়ে গেলেন রঙ্গনা হেরাথ।
বিডিপ্রতিদিন/ ২ অক্টোবর, ২০১৭/ ইমরান জাহান