আবুধাবি টেস্টে ১১ উইকেট শিকার করে পাকিস্তানের বিপক্ষে শ্রীলংকাকে অবিস্মরণীয় জয় এনে দেয়া বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথকে প্রশংসায় ভাসিয়েছেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল।
তিনি বলেন, ‘হেরাথ একজন টিম ম্যান। তার বোলিং নৈপুণ্যে ছিল সত্যিই অসাধারণ। তিনি বিশ্বের অন্যতম সেরা এক স্পিনার।’
সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪১৯ রান করেও লিড নিতে পারেনি শ্রীলংকা। কারণ প্রথম ইনিংসে ৪২২ রান তুলে ৩ রানের লিড নেয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসেও নিজেদের মেলে ধরতে পারেননি শ্রীলংকার ব্যাটসম্যানরা। মাত্র ১৩৮ রানেই গুটিয়ে গেলে পাকিস্তানের সামনে জয়ের জন্য মাত্র ১৩৬ রানের মামুলি টার্গেট দিতে সক্ষম হয় শ্রীলংকা।
কিন্তু পাকিস্তানের স্বপ্ন চুরমার করে দেন হেরাথ। ৪৩ রানে ৬ উইকেট নিয়ে পাকিস্তানকে ২১ রানে হারের লজ্জায় ডুবান তিনি। হেরাথের সাথে তাল মিলিয়ে বোলিং করেছেন দিলরুয়ান পেরেরাও। ৪৩ রানে তার ৩ উইকেটও পাকিস্তানের সর্বনাশের তালিকায় পড়ে।
তাই অবিস্মরণীয় জয়ের পর হেরাথের প্রশংসা করেছেন চান্ডিমাল। তিনি বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে হেরাথকে আমি চাই। আমার কোনো ধারণা নেই, তিনি কতদিন খেলবেন। কিন্তু আমি নিশ্চিত তিনি দলের জন্য যা করতে পারেন তাই করবেন। হেরাথ একজন টিম ম্যান।
বিডি প্রতিদিন/০৩ অক্টোবর ২০১৭/এনায়েত করিম