বিয়ে করতে চলেছেন ভুবেনেশ্বর কুমার। পাত্রীর নাম নুপুর নগর। চলতি বছরের ১১ মে ভুবেনেশ্বর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন। যে ছবিতে দেখা যাচ্ছিল, ভুবি রেস্তোরায় ডিনার করছেন। টুইটে ভুবি লিখেছিলেন, ‘ডিনার করতে এসেছি। পুরো ছবিটা কিছুদিন পরেই প্রকাশ্যে আসবে।’
এরপর থেকেই জল্পনা শুরু হয়ে যায়। ভুবেনেশ্বর কুমার কার সঙ্গে ডিনারে গিয়েছিলেন সেই প্রশ্ন জাগে সবার মনে। নাম উঠে আসে টলিউড মডেল অনুস্মৃতি সরকারের। টিম ইন্ডিয়ার পেসারের সঙ্গে বেশ কয়েকবার মুম্বাইয়ে দেখা গিয়েছিল অনুস্মৃতিকে। রটে যায় টলিউড মডেল ও তেলুগু অভিনেত্রী অনুস্মৃতির সঙ্গে ডেট করছেন ভুবি। যদিও ভুবি স্বয়ং এই রটনা উড়িয়ে দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, ‘এই ধরণের গুজব রটাবেন না। সঠিক সময়েই আসল ছবিটা বেরিয়ে আসবে।’ চারমাস যেতে না যেতেই পুরো ছবিটা প্রকাশ্যে আসতে বোঝা গেল ভুবির জীবনসঙ্গিনী কে হতে চলেছেন। পুরো ছবিটা পোস্ট করার পর ভুবি টুইট করেছেন, ‘ছবিতে আমার পাশে রয়েছে হবু স্ত্রী নুপুর নগর।’ এরপরই রিটুইট শুরু হয়ে যায়। ভুবিকে সোশ্যাল সাইটে তার ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৭/ তাফসীর