ভারতের বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের টড অ্যাশলে। মঙ্গলবার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে প্রথম অনুশীলন ম্যাচেই চোট পেয়েছিলেন অ্যাশলে। মাত্র তিনটি বলই করতে পেরেছিলেন এই বোলার। কিন্তু গ্রোইনের চোটের জন্য ছিটকে যেতে হল পুরো সিরিজ থেকে। তার জায়গায় ডেকে নেওয়া হল লেগ স্পিনার ইশ সোধীকে।
তিন সপ্তাহ আপাতত মাঠের বাইরে থাকতে হবে টডকে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে প্রেস রিলিজ দিয়ে এই তথ্য দেওয়া হয়েছে। সোধী যদিও নিউজিল্যান্ডের টি২০ দলে ছিলেনই। তাকেই নিয়ে আসা হচ্ছে ওয়ানডে দলেও।
সোধী এখন পর্যন্ত ১৮টি ওডিআই খেলেছেন। দখলে রয়েছে ১৯টি উইকেট। ২০১৫তে জিম্বাবোয়ের বিরুদ্ধে
অভিষেক হয়েছিল সোধীর। নিউজিল্যান্ড কোচ মাইক হেসন অবশ্য টডের না থাকায় হতাশ। তিনি বলেন, ‘‘টডের জন্য খুব খারাপ সময়। নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে দারুণ সফল টড। ও এই সুযোগটা ওর খেলা দিয়েই আদায় করে নিয়েছিল। ও দেশে ফিরে গিয়ে পরবর্তী সিরিজের জন্য নিজেকে সুস্থ করে তুলবে।’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর