দক্ষিণ আফ্রিকার মাটিতে নাজেহাল বাংলাদেশ। ৯ বছর আগেও একই অবস্থা হয়েছিল বাংলাদেশের। এবার ৯ বছর পরও তাই হল। তবে এবার বাংলাদেশের এই অবস্থা দেখে এ থেকে পরিত্রাণের উপায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি।
ম্যাকেঞ্জি জানিয়েছেন, বাংলাদেশের উচিত বেশি বেশি করে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মত দেশগুলোতে সফরকরা। তাহলেই তারা এখানকার উইকেট এবং কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারবে।
তরুণ ক্রিকেটদের চ্যালেঞ্জের মুখে ফেলতে হবে। উপমহাদেশের স্লো এবং লো উইকেট থেকে বের হয়ে আসতে হবে। যেখানে বল স্পিন করে, লো বাউন্স ও রিভার্স সুইং বের করে আনতে হবে তাদের।
তরুণ ক্রিকেটারদের উন্নতির জন্য ক্রিকেট বোর্ডকে কাজ করার পরামর্শও দিয়েছেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান। এমনকি বিদেশের কন্ডিশনে বেশি বেশি করে অনূর্ধ্ব-১৯ দল, একাডেমি দল ও বাংলাদেশ 'এ' দলের সফর বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। আমি মনে করি দুই দলের মধ্যে পার্থক্য কমিয়ে আনার এটাই সমাধান।
বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৭/আরাফাত