নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেকে সামনে রেখে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল। জাতীয় দলের অনুশীলনে বল হাতে ভারতের অধিনায়ক বিরাট কোহলি-সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনিসহ দলের সকল ব্যাটসম্যানকে বোলিং করলেন মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার।
ভারতীয় অনুশীলন ক্যাম্পে অর্জুনের বোলিং করার ছবি আবার টুইটারে পোস্ট করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ছবিতে দেখা যাচ্ছে, ১৮ বছরের জুনিয়র টেন্ডুলকার নেটে বোলিং করছেন।
বাবা টেন্ডুলকার বিশ্বের সেরা ব্যাটসম্যান হলেও ছেলে অর্জুন কিন্তু পুরোদস্তর পেস বোলার। কিছুদিন আগেই লর্ডসের নেটে ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করেছিলেন অর্জুন।
বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৭/এনায়েত করিম