বীরেন্দ্র শেবাগের ৩৯তম জন্মদিন ছিল শুক্রবার। সারা দিন ধরেই অসংখ্য ভক্ত, সাবেক সতীর্থদের কাছ থেকেই শুভেচ্ছা পেয়েছেন তিনি। তবে অন্য রকমের শুভেচ্ছাটি পেলেন সাবেক সতীর্থ যুবরাজ সিংয়ের কাছ থেকে। শেবাগকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে আশিস নেহরাকেও খোঁচা দেন যুবরাজ সিং।
শেবাগকে করা টুইটে যুবি লেখেন, “আরে শেবাগ, নেহরাতো কেক নিয়ে পালিয়ে গেল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ভাই।”
বহু দিন এক সঙ্গে ক্রিকেট খেলেছে নেহরা-শেবাগ-যুবি। যুবরাজ বর্তমানে জাতীয় দলে নিয়মিত না হলেও এবং শেবাগ অবসর নিয়ে নিলেও, এখনও ভারতের হয়ে সুযোগ পান নেহরা। তবে কিছু দিন আগেই নিজের অবসরের কথা জানিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ খেলে অবসর নেওয়ার কথা জানিয়েছেন নেহরা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর