হট ফেবারিট ঢাকা ডায়নামাইটসকে উড়িয়ে দিয়ে শুরু। এরপর সিলেট সিক্সার্সের কাছে উড়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। ব্যাটে-বলে দারুণ খেলতে থাকা সিলেট সিক্সার্স বিপিএলের এবারের আসরে হয়ে ওঠে অপ্রতিরোধ্য। তবে অবশেষে আজ রাতে সিক্সার্সের জয়ের লাগাম টেনে ধরেছে খুলনা টাইটানস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সিক্সার্সকে হারিয়ে বিপিএলের এবারের আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে খুলনা টাইটানস। এ ম্যাচের মধ্য দিয়ে বিপিএলের সিলেট পর্বের পর্দা নেমেছে।
আগের ম্যাচগুলোতে থারাঙ্গা-ফ্লেচারের উদ্বোধনী জুটিতে উড়তে থাকা সিলেট সিক্সার্স কাল শুরুতেই খেই হারিয়ে ফেলে। ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা সিক্সার্সের উদ্বোধনী জুটি এবার মাত্র ১৯ রানেই শেষ। এক রান পর পতন হয় দ্বিতীয় উইকেটের। দলীয় ৫১ রানে তৃতীয় ও ৬৭ রানে চতুর্থ উইকেটের পতনের পর হাল ধরেন নাসির-হুইটলি। এ জুটি উইকেটের পতন ঠেকালেও দ্রুত রান তুলতে পারেনি। ৪৪ বলে ৫৭ রান আসে তাদের জুটিতে। ২৭ রান করেন হুইটলি, ৩৫ বলে ৪৭ রান দলপতি নাসিরের। নির্ধারিত ওভারে সিলেট সিক্সার্স করে পাঁচ উইকেটে ১৩৫। দারুণ বোলিংয়ে তিন ওভারে ২২ রানে দুই উইকেট তুলে নেন খুলনার দলপতি মাহমুদউল্লাহ। আর্চার দুটি ও শফিউল দখল করেন একটি উইকেট।
আসরের প্রথম জয় তুলে নিতে শুরুতে হোঁচট খায় খুলনা টাইটানস। ইনিংসের তৃতীয় ওভারে তাইজুল ইসলামের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফিরেন নাজমুল হোসেন শান্ত ও ওয়ালটন। পরে রুশোকেও ফিরিয়েছেন এই স্পিনার। ৪৩ রানে তিন উইকেট হারানো খুলনাকে টেনে নেয় মাহমুদউল্লাহ-ক্লিঙ্গার জুটি। তাদের জুটিতে রান ওঠে ৩৯ বলে ৫০। হুইটলির বলে রাজুর ক্যাচ হওয়ার আগে টাইটানস অধিনায়ক করেন ২৩ বলে ২৭ রান। বাকি কাজটুকু নির্বিঘ্নেই সারেন ক্লিঙ্গার আর ব্র্যাথওয়েট। তাদের অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা টাইটানস। ক্লিঙ্গার ৩৬ বলে ৪৭ আর ব্র্যাথওয়েট ১৬ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন