টানা দুই হারের পর গত রবিবার লাস পালমাসের বিপক্ষে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। জিদানের দল ম্যাচটা ৩-০ গোলে জিতলেও জ্বলে উঠতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ডের পাস থেকেই দলের তৃতীয় গোলটা করেছেন মিডফিল্ডার ইসকো। আর তাতেই ঘটনার শুরু।
গোলের পর ইসকো যখন অন্য সতীর্থদের সঙ্গে উদযাপনে ব্যস্ত, তখন রোনালদোর চোখে-মুখে দেখা যায় হতাশা! অবশেষে গবেষণা করে এর কারণটা উদঘাটন করেছে ওন্ডা সিরো প্রোগ্রাম এল ট্রানসিস্টর। রোনালদোর ক্ষোভটা আসলে গোলদাতা ইসকোর ওপর! আর এর কারণটাও বেশ চমকপ্রদ। রোনালদো প্রত্যাশা করেছিলেন তার পাস থেকে গোল করার পর ইসকো প্রথমে তাকেই ধন্যবাদ জানাবেন। দৌড়ে আসবেন তার দিকে।
কিন্তু ইসকো তা না করে গোল করার পরই দুই হাত উপরের দিকে তুলে উদযাপন শুরু করে দেন। দৌড়ে গিয়ে রিয়ালের অণ্য সতীর্থরাও উদযাপনে যোগ দেন তার সঙ্গে। পরে নিজ পজিশনে ফিরে যাওয়ার আগে রোনালদোকেও ধন্যবাদ জানিয়েছেন ইসকো।
রোনালদোর বিষন্নতার কারণটা অবশ্য অন্যভাবে ব্যাখ্যা করেছেন অধিনায়ক সার্জিও রামোস। তবে ইসকোর উপর ক্ষোভের কারণের কথা তিনি বলেননি। এ ব্যাপারে রামোস বলেছেন, ‘ম্যাচে গোল করতে না পারলে সব সময়ই ক্রিশ্চিয়ানো হতাশা নিয়ে বাড়ি ফিরে। তাকে বিষন্ন দেখায়। এটা নতুন কিছু না।’
বিডি-প্রতিদিন/ ০৮ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ