সম্প্রতি ধোনিকে নিজের জায়গা ছেড়ে তরুণদের সুযোগ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের ভিভিএস লক্ষ্মণ থেকে অজিত আগরকর। দলে ধোনির ভূমিকা বুঝিয়ে দেওয়ার কথা বলেছেন বীরেন্দ্র সেহবাগও। তবে এত কিছুর মধ্যেও ধোনি পাশে পেয়ে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে।
ধোনির পক্ষ নিয়ে বিরাট বললেন, আমি একদমই বুঝতে পারছি না কেন বার বার ধোনির দিকে আঙুল তোলা হচ্ছে। একজন ব্যাটসম্যান হিসেবে আমি যদি তিন বার ব্যর্থ হই, তা হলে কেউ তো আমার দিকে আঙুল তোলে না। এর কারণ কি শুধুমাত্র আমি ৩৫ বছরের বছরের নীচে বলে? শুধু ক্রিকেটার হিসাবেই নয়, শারীরিকভাবেও ধোনি যে ফিট তাও এদিন মনে করিয়ে দেন কোহালি। তিনি বলেন, ও সম্পূর্ণ ভাবে ফিট। এখনও পর্যন্ত প্রায় প্রতিটি পরীক্ষায় পাশ করছে। দলের জয়ের ক্ষেত্রে ব্যাট হাতে এবং ফিল্ডিংয়েও বিভিন্ন ভাবে অবদান রাখছে ও। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফর্ম করেছে ও।
বিডি প্রতিদিন/এ মজুমদার