চলতি মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিওনেল মেসির। গত জুলাইয়ে ক্লাব নতুন চুক্তির প্রস্তাব দিলেও তাতে স্বাক্ষর করেননি। এছাড়া গুঞ্জন রয়েছে চলতি বছরের শুরু থেকে মেসি বিভিন্ন ক্লাবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি আর্জেন্টিনার টিওয়াইসি স্পোটর্সকে দেয়া সাক্ষাৎকারে শৈশবের নিউওয়েলের ওল্ড বয়েজে (আর্জেন্টিনার ক্লাব) ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন মেসি। ৩০ বছর বয়সী এ আর্জেন্টাইন বলেন, আমি সবসময় নিউওয়েলে খেলতে চাই। ছোট বেলায় আমি এ স্বপ্নটাই দেখতাম। যখন আমি ওই ক্লাবে গিয়েছিলাম মনে হচ্ছিল আমি প্রথম শ্রেণির ফুটবলই খেলছি।
১৩ বছর বয়সে নিউ ওয়েলের সেই ক্লাবটি ছেড়ে বার্সেলোনায় আসেন মেসি। শৈশবের ক্লাবে ফিরে যাওয়ার ইচ্ছে থাকলেও পুরোপুরি নিশ্চিত নন তিনি। তবে ক্যারিয়ার শেষ হওয়ার আগেই তিনি ক্লাবটিতে ফিরে যেতে চান। কিন্তু এখনই কিছু নিশ্চিত করে বলতে চান না।মেসি বলেন, আমি বলতে পারবো না ফিরে যাচ্ছি। কারণ আমি জানি না সামনে কী ঘটতে যাচ্ছে।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৭/ফারজানা