১৩ নভেম্বর থেকে রাজশাহীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০১৭। রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় এটি ২৬তম টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৩ দেশের প্রায় শতাধিক খেলোয়াড় এতে অংশ নিচ্ছে।
জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে বৃহস্পতিবার বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে টুর্নামেন্ট পরিচালক নুর ইসলাম বলেন, আগামী ১৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১৩টি দেশের প্রায় ১০২ জন টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করবে। বাংলাদেশের ২০ প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন।
টুর্নামেন্টে ৩৪ জন বালক ও ২২ জন বালিকা শীর্ষ আইটিএফ (আন্তর্জাতিক টেনিস ফেডারেশন) র্যাংকধারী খেলোয়াড় সরাসরি মূল পর্বের খেলায় অংশ নেবেন। বাছাই পর্ব পেরিয়ে ৬ জন এবং টুর্নামেন্ট আয়োজকদের ওয়াইল্ড কার্ড পেয়ে ছয়জন টুর্নামেন্টে অংশ নেবে। আগামী ১১ ও ১২ নভেম্বর বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী বালকদের মধ্যে শীর্ষ খেলোয়াড় ভারতের রিশাব শারদা। বালিকাদের মধ্যে চাইনিজ তাইপের উই নিং ফাং শীর্ষ খেলোয়ার।
আগামী ১২ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। ১৩ নভেম্বর সকাল থেকে টুর্নামেন্টের মূল পর্বের খেলা শুরু হবে। ১৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম।
আয়োজকরা জানান, ঢাকার বাইরের একমাত্র আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টটি জনপ্রিয় ও আকর্ষণীয় করতে নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টুর্নামেন্টে খেলা উপভোগ করার জন্য কোনো ফি প্রদান করতে হবে না।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৭/ফারজানা