৪-৪-০-১০ স্কোরবোর্ডের এ ফিগারটা দেখে অবাক হচ্ছেন। মাত্র ৪ ওভার বোলিং করেছেন যার ৪টাই মেডেন ওভার। আর ঝুলিতে পুরেছেন ১০টি উইকেট। হ্যাঁ সত্যিকারের অর্থেই এমন রেকর্ড গড়েছেন ভারতের রাজস্থানের কিশোর আকাশ চৌধুরী।
রাজস্থানে ভাবের সিংহ টি-টোয়েন্টি টুর্নামেন্টে দিশা ক্রিকেট অ্যাকাডেমি ও পার্ল অ্যাকাডেমির মধ্যে খেলা চলছিল। আকাশ খেলছিল দিশার হয়ে। পার্ল অ্যাকাডেমি প্রথমে ফিল্ডিং নিয়েছিল। যেখানে ২০ ওভারের শেষে দিশার রান ছিল ১৫৬। জয়ের লক্ষ্যেই ব্যাট করতে নেমেছিল পার্ল। কিন্তু মাত্র ৩৬ রানেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। যার পিছনে মূল কারিগর আকাশ!
নিজের প্রথম ওভারেই ২ উইকেট তুলে নেয় আকাশ। এর পর দ্বিতীয় ও তৃতীয় ওভারে আরও ২টি করে উইকেট আসে আকাশের ঝুলিতে। শেষ ওভারে আসে শেষ ৪ উইকেট।
যার মধ্যে হ্যাটট্রিকও রয়েছে। ম্যাচ শেষে আকাশের গড় ৪-৪-০-১০। আকাশের জন্ম ২০০২ সালে রাজস্থান-উত্তরপ্রদেশ সীমানায় অবস্থিত গ্রাম ভরতপুরে। এই কিশোর এখন ভারতের ন্যাশনাল স্টার।
বিডিপ্রতিদিন/ ৯ নভেম্বর, ২০১৭/ ই জাহান