সদ্য কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে ভারত। সামনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ। এরপর একদিনের ও টি-২০ সিরিজ। আসন্ন সফরেও এগিয়ে ভারতই। যা সম্ভব হয়েছে বিরাটের জন্যই। কারণ গোটা দলের উপর নিয়ন্ত্রণ রয়েছে কোহলির।
মাঠের বাইরে সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় বিরাট কোহলি। ইনস্টাগ্রামে কোহলির ফলোয়ারের সংখ্যা ১৫ মিলিয়ন। টুইটারে সংখ্যাটা ২০ মিলিয়ন। ফেসবুকে লাইক রয়েছে ৩৬ মিলিয়নেরও বেশি। কিছুদিন আগেই ফোবর্স একটি তালিকা প্রকাশ করেছিল। তারপরেই জানা গেল, একটা জায়গায় রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও ভারত অধিনায়ক বিরাট কোহলি সমানে সমান।
যেখানে ব্র্যান্ড ভ্যালুর বিচারে মেসি, গল্ফার ররি ম্যাকলরয় কিংবা স্টিফেন কারির চেয়েও এগিয়ে রয়েছেন ভারত অধিনায়ক। ইনস্টাগ্রামে একটি প্রোমোশনাল পোস্ট করে কোহলি পান ৩ কোটি ২০ লক্ষ টাকা। রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও টাকার অঙ্কটা একই।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর