ভারতীয় ক্রিকেট মহলে এখন সবচেয়ে আলোচিত নাম ধোনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের পর ভারতীয় দলের সাবেক ক্রিটেকাররা ধোনির সমালোচনায় মুখর হয়েছিলেন। তবে ধোনির পাশে দাঁড়িয়েছেন গাভাসকার, শেবাগ এবং স্বয়ং ভারতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।
বৃহস্পতিবার এই তালিকায় জুড়ে গেল সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলা আশিস নেহরার নামও। জাতীয় দলের এই সাবেক পেসার এদিন সর্বভারতীয় একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যে, তিনি যদি টিম ইন্ডিয়ার কোচ বা ক্যাপ্টেন হতেন তাহলে ধোনিকে আরও অন্তত ২-৩ বছর ভারতীয় দলের হয়ে দেখতে চাইতেন।
নেহরা বলেন, ‘প্রতিটি সংসারে একজন অভিভাবকের প্রয়োজন হয়। ধোনিও এই দলে সেই ভূমিকাতেই। আশা করব, আগামী দু-তিন বছর যতদিন ওর শরীর দেবে ধোনি দেশের হয়ে খেলে যাবে। ক্রিকেট এমনই একটা খেলা, যেখানে ধারাবাহিকভাবে ভাল পারফরমেন্স করে যাওয়াটা সত্যিই খুব কঠিন একটা কাজ। আমি যদি ভারতীয় দলের কোচ বা ক্যাপ্টেন হতাম তাহলে এটা নিশ্চিত করে ফেলতাম যে, ধোনি আরও ২-৩ বছর খেলে যাবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর