নিরাপত্তার কারণে পাকিস্তানে মাটিতে খেলতে রাজি নন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সম্প্রতি দেশটিতে বিশ্ব একাদশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা খেলে গেলেও গেইল-পোলার্ডরা পাকিস্তান সফরে যেতে রাজি নন। ফলে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এই সিরিজ নিয়ে এখনও কিছু জানানো হয়নি।
চলতি মাসেই পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়েন ব্র্যাভোর মতো সিনিয়র ক্রিকেটাররা নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে রাজি নন। পাকিস্তানে নিরাপত্তা খতিয়ে দেখে আইসিসি যে রিপোর্ট পাঠিয়েছে, তাতে চিন্তায় ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার অ্যাসোসিয়েশন (ডব্লিউআইপিএ)।
উল্লেখ্য, সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টেয়েন্টি খেলেছে বিশ্ব একাদশ। যাকে আইসিসি আন্তর্জাতিক সিরিজের মর্যাদা দিয়েছে। তার পর ২৯ অক্টোবর লাহোরে টি-টোয়েন্টি ম্যাচে খেলে শ্রীলঙ্কা দল।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ