রাশিয়া বিশ্বকাপের প্রাক-প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচ খেলতে আজ শুক্রবার মাঠে নামছে ব্রাজিল ও জাপান। ফ্রান্সের পিয়েরে মৌরেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ব্রাজিল। এই ম্যাচটি লিলেতে অনুষ্ঠিত হবে।
জাপানের বিপক্ষে দলে ফিরেছেন নেইমার। তবে এ ম্যাচে হয়তো মাঠে দেখা যাবে না লিভারপুল তারকা কুতিনহোকে। গত ২২ অক্টোবর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ইনজুরিতে পড়েন তিনি। এ কারণে তিন ম্যাচের জন্য মাঠের বাইরে চলে গেছেন এ প্লে-মেকার। তবে আগামী ১৪ নভেম্বর ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি।
ফর্মে থাকা ব্রাজিলের বিপক্ষে খেলতে নামা জাপানের জন্য কঠিন একটা ম্যাচই অপেক্ষা করছে। তবে প্রতিপক্ষ শক্তিশালী হলেও ছেড়ে কথা বলতে নারাজ এশিয়ার অন্যতম সেরা ফুটবল পরাশক্তিও। যদিও দুই দলের সবশেষ পাঁচ দেখায় চারবারই বড় ব্যবধানে জিতেছে ব্রাজিল। এখন ফুটবলপ্রেমীরা দেখার অপেক্ষায় মাঠের লড়াই।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/এনায়েত করিম