অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের সহ-অধিনায়ক হিসেবে কাজ করবেন দলের অন্যতম সেরা পেসার জেমস এন্ডারসন। বেন স্টোকস দলে না থাকায় এন্ডারসনকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাই আসন্ন অ্যাশেজে অধিনায়ক জো রুটের ডেপুটি হিসেবে কাজ করবেন এন্ডারসন।
গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে শেষে ব্রিস্টলের রাস্তায় মারামারির ঘটনায় ইংল্যান্ড দল থেকে বরখাস্ত হন স্টোকস। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের জন্য বিবেচনা করা হয়নি ইংলিশদের সহ-অধিনায়ক স্টোকসকে। অ্যাশেজ সিরিজের জন্য ইংল্যান্ড দলে সহ-অধিনায়কের পদটি খালিই ছিল। সেই খালি পদের দায়িত্ব পেলেন এন্ডারসন। অ্যাশেজে এন্ডারসনকে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছে ইসিবি।
ব্রিজবেনে আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/এনায়েত করিম