মাস তিনেক হল প্যারিস সেন্ট জার্মেইনের জার্সি গায়ে জড়িয়ে ছিলেন নেইমার। তারপরই বোমা ফাটিয়েছেন এমন যে গোটা ফুটবল দুনিয়া তোলপাড়। রিয়ালের সঙ্গে কথা বলেছেন নেইমারের বাবা। কিন্তু ছেলে কার সঙ্গে কথা বলছেন জানেন। জানলে চমকে যাবেন।
বার্সেলোনা ছেড়ে যখন নেইমার গিয়েছিলেন তারপর থেকে বার্সা কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। শেষ যে চুক্তি হয়েছিল তা অনুসারে নেইমারের একটা বোনাস পাওয়ার কথা ছিল। কিন্তু পিএসজি চলে যাওয়ায় নেইমারের সেই বোনাস আটকে দেন তিনি। এরপর বার্সায় সই করা কাগজও দেখান তিনি এবং প্রাপ্য অর্থের দাবিতে আদালতেও গেছেন নেইমার।
তবুও বার্সার প্রতি টান তার যে আছে তা বোঝা গেছে যখন তিনি বার্সা সতীর্থদের সঙ্গে কথা বলেন। সেই ছবি তিনি পোস্টও করেন নিজের সোশ্যাল অ্যাকাউন্টে। বার্সাও সৌজন্য দেখিয়ে তার ছবি পোস্ট করেছিল। কিন্তু সে সময়ই নাকি দুই প্রাণের বন্ধু মেসি- সুয়ারেজের সঙ্গে কথা বলেছিলেন তিনি। এসময় নেইমার প্যারিস সেন্ট জার্মেইন ছাড়ার ইঙ্গিত তো দিয়েছিলেন। তবে বার্সা নাকি রিয়েল বা অন্য কোথাও সেটা পরিষ্কার করে কিছু বলেননি নেই নেইমার।
পিএসজি-তে তিনি যে ভালো নেই সেটা নিজে মুখ ফুটে কোনও দিন বলেননি। যেদিন তিনি কথা বলেছিলেন মেসিদের সঙ্গে সেদিন নাকি কথাচ্ছলে বলেছিলেন, আমি ফিরতে চাইলে তোমরা নেবে কি।
তবে মেসি -নেইমারদের উত্তরটা জানা নেই। জানা নেই বার্সা কী ভাবছে। একটাই জিনিস জানা যে তিনি যা বলছেন তাতে বাজার গরম হয়ে যাচ্ছে। এমন রিয়েল এর পাশাপাশি বার্সা কর্তাদের সঙ্গেও নাকি আলোচনা চালিয়ে যাচ্ছেন নেইমারের বাবা। তবে এ ব্যাপারে এখনো পরিষ্কার করে কিছু বলেননি নেইমার।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/আরাফাত