আশিস নেহররার বলে শহীদ আফ্রিদির ক্যাচ ছেড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। আর তারপরেই ভারতের উইকেটকিপারকে গালাগালি দিয়েছেন ভারতের এই বাঁ হাতি পেসার। যা শুনে ধোনি চুপ হয়ে গিয়েছিলেন। ১২ বছর আগের ঘটনা এটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ঘটনার ভিডিও।
২০০৫ সালের ভারত-পাকিস্তানের সিরিজের আমদাবাদের সেই ম্যাচেই তখন ক্রিজে ব্যাট করছিলেন শাহিদ আফ্রিদি। নেহরার একটি ওভারে আফ্রিদির ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপ ও উইকেটকিপারের মাঝ দিয়ে গলে যায় বল। এরপর ধোনিকে ধুয়ে দিয়েছিলেন নেহরা। কিন্তু অবসর গ্রহণের পরে সেদিনের সেই কৃতকর্ম নিয়ে নেহরাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। সেদিন কেন ধোনিকে গালি দিয়েছিলেন, তাও খোলসা করে দিয়েছেন নেহরা।
২০০৫ সালের সেই ঘটনা প্রসঙ্গে ভারতের সাবেক এই পেসার বলেছেন, ‘‘ধোনির আগেও আমার বলে অনেকে ক্যাচ ফেলেছে। আর প্রতিবারই আমি একরকম প্রতিক্রিয়া দেখিয়েছি তা নয়। আজ পর্যন্ত সেই ঘটনা নিয়ে ধোনির সঙ্গে আমার কথাবার্তা হয়নি। উত্তেজনার মুহূর্তে এমন ঘটনা হতেই পারে।’’
নেহরা আরও বলেন, ‘‘আজ একাধিক তরুণ ক্রিকেটার দলে জায়গা পাচ্ছে। ওদের কারোর বলে যদি আমি ক্যাচ ফেলে দিই, তাহলেও ওরাও হয়তো মেজাজ হারিয়ে ফেলবে। উলটোপালটা কিছু বলে ফেলবে। খেলায় এমন ঘটনা হতেই পারে। বয়স অল্প হলে কে কী মনে করল, তা নিয়ে ভাবনাচিন্তা আসে না মনে। অনেক কিছু না বুঝে বলে থাকি, সব বিষয় তলিয়ে দেখি না। ধোনি আগের মতোই এখনও শান্ত প্রকৃতির। ধোনি আজ যে জায়গায় পৌঁছেছে, তা নিজের কৃতিত্বে।’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর