নিদাহাস ট্রফির পঞ্চম ম্যাচে ভারতের দেওয়া ১৭৭ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই চার উইকেট খুইয়েছে বাংলাদেশ।
ফলে স্বাভাবিকভাবেই চাপে পড়েছে টাইগাররা। গত ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দারুণ খেলা লিটন দাস দলীয় ১২ রানে ওয়াশিংটন সুন্দরের বলে স্ট্যাম্পিং হয়ে ফিরে যান। আউট হওয়ার আগে ৭ বলে ৭ রান করেন তিনি।
এরপর ব্যাটে আসা সৌম্য সরকারও ফেরেন ওয়াশিংটন সুন্দরের বলে। তিনি ৩ বলে ১ রান করে বোল্ড হন।
এরপরও তামিমে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু তিনিও ১৯ বলে ২৭ রান করে সেই সুন্দরের শিকার হয়ে ফিরে যান। তামিম-সৌম্যে আউটের পর ব্যাটে আসেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। কিন্তু মাহমুদুল্লাহও দলের হয়ে চাপ সামলাতে পারেননি। চাহালের বলে ১১ রানে আউট হন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১.৩ ওভারে চার উইকেট হারিয়ে ৮৭ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে আছেন মুশফিক ও সাব্বির রহমান।
বিডিপ্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৮/ ই জাহান