নিদাহাস ট্রফির পঞ্চম ম্যাচ ও নিজেদের তৃতীয় ম্যাচে ভারতে বিপক্ষে ১৭ রানে হেরেছে টাইগাররা। এদিন টসে জিতে ফিল্ডিং নেয় টাইগাররা। ভারতের ছুড়ে দেওয়া ১৭৭ রানের লক্ষ্যে মুশফিকুর রহিম টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি তুলে নিলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে টিম বাংলাদেশ। এরই সঙ্গে ফাইনালে পৌঁছে যায় তিন ম্যাচ জেতা ভারত।
বাংলাদেশের ব্যাটিং ইনিংসে টানা ৩ ওভার করে টাইগারদের ৩ উইকেট তুলে নিলেন ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার লিটন দাশকে স্ট্যাম্পিং করে ফেরান ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর। ৭ বলে ৭ রান করেন ডানহাতি লিটন। এক ওভার পরে সুন্দরের দ্বিতীয় শিকার হন সৌম্য সরকার। ব্যক্তিগত ১ রানে বোল্ড হন তিনি। সর্বশেষ তামিম ইকবালকে বোল্ড করেন সুন্দর।
যুজভেন্দ্র চাহালের বলে দলীয় ৬১ রানে ক্যাচ দিয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩ বলে ২৭ রান করে শারদুল ঠাকুরের বলে বিদায় নেন সাব্বির রহমান। সাব্বিরের বিদায়ের পর টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। ১৯তম ওভারে মোহাম্মদ সিরাজের বলে ক্যাচ দিয়ে ৭ রানে বিদায় নেন মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার খেললেও ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি করতে পরেনি।
এর আগে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান করে ভারত।
বিডি প্রতিদিন/১৪ মার্চ, ২০১৮/ওয়াসিফ