শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির পঞ্চম ম্যাচ ও নিজেদের তৃতীয় ম্যাচে ভারতে বিপক্ষে ১৭ রানে হেরেছে টাইগাররা। ভারতের ছুড়ে দেওয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি করতে পরেনি টিম বাংলাদেশ। তবে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহর আক্ষেপ ১০ রানের।
শেষ ৫ ওভারে ভারতের সংগ্রহ ৫৯ রান। যেখানে বোলাররা সঠিক পরিকল্পনায় বল করতে পারলে ১০ রান আটকাতে পারতেন বলে মনে করেন মাহমুদউল্লাহ। আর এই ১০ রানের কারণেই ভারতের বিপক্ষে টাইগাররা হেরেছে বলে জানালেন অধিনায়ক। তিনি বলেন, 'বোলিংয়ে আমরা ১০টা আটকাতে পারতাম যেটাই পার্থক্য গড়ে দিয়েছে। আমাদের পরিকল্পনা ছিল ইয়র্কার দিব কিন্তু বোলাররা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।'
টাইগারদের ব্যাটিং প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, 'চেষ্টাটা ছিল। কিছুটা হতাশ, মুশফিকের সঙ্গে কেউ দাঁড়িয়ে ২০-৩০টা দ্রুত রান তুলতে পারলে ফলাফল ভিন্ন হতে পারতো। লক্ষ্য চেজ করার মতোই ছিল, আমাদের একটা উড়ন্ত সূচনা প্রয়োজন ছিল। কিন্তু আমরা শুরুতেই কিছু উইকেট হারিয়ে ফেলি এবং প্রয়োজনীয় মোমেন্টাম পাইনি।'
বিডি প্রতিদিন/১৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ