যুবরাজ সিংকে টপকে গেলেন রোহিত শর্মা। গত বুধবার কলম্বোয় নিদাহাস ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে ৬১ বলে খেলে ৮৯ রান করেছেন। মেরেছেন ৫টি চার ও ৫টি ছয়। এরই ফাঁকে টি-২০ ক্রিকেটে তার ছক্কা মারার সংখ্যা হয়ে গেল ৭৫ । যুবরাজ সিং মেরেছেন ৭৪টি ছয়।
এই তালিকার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। দু’জনেই ১০৩টি ছয় মেরেছেন। এরপরেই আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম। তিনি মেরেছেন ৯১টি ছয়। তালিকায় এরপর আছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (৮৩), ডেভিড ওয়ার্নার (৭৯)।
রোহিতের ঠিক আগে আছেন আরেক কিউই ব্যাটসম্যান কলিন মুনরো (৭৮) ও ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান (৭৬)। অষ্টম অবস্থানে আছেন রোহিত।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর